"আমার লেখা কি কেউ ছাপবে?"
একটা প্রশ্ন। কিছুটা অনিশ্চয়তা... কিছুটা সংশয়। অতীতে ভালো-মন্দ মিশিয়ে বহু লেখা পৃথিবীর আলো দেখতে না পেয়ে হারিয়ে গেছে। গুটেনবার্গের যুগ থেকে এরপর কেটে গেছে বহু শতক... আজও বহু নবীন লেখকের মনে সেই একটাই প্রশ্ন উঁকি দেয়। এমত পরিস্থিতিতে প্রকাশকদের কোনোকালেই দোষারোপ করা যায় না। সবের মূলে সেই আদি বাস্তব সত্য - ব্যবসা! তাহলে? লেখা ছাপা না হলে একজন মানুষ অন্য আরেকজনের ভাবনার শরিক হতে পারবে না! এর কি কোনো সমাধান নেই?
কালক্রমে বিজ্ঞান ও প্রযুক্তি যত সমৃদ্ধ হয়েছে মানুষ নিজেই নিজের সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছে। এখন ডিজিটাল দুনিয়া। প্রকাশনা জগতও ক্রমে তার চরিত্র পাল্টাচ্ছে। নিজেকে করে তুলছে আরও ঝকঝকে মেদহীন। কিন্তু সেই প্রশ্নটা আজও লেখককে একবার হলেও ভাবায়। তাঁকে ক্রমশ করে তোলে হতাশ। মনে সংশয় থাকলে সত্যিই কি কলমে লেখা আসে? হ্যাঁ তাও আসে... শুনেছি লেখকেরা আশাবাদী হন। বড় গুরুদায়িত্ব তাঁদের। হতাশ ক্লান্ত পাঠক দিনের শেষে আশ্রয় নেয় সেই লেখকেরই কলমনিঃসৃত কল্পনার জগতে। লেখক তাই তাঁর লেখা সুরক্ষিত রেখে যেতে চান কোনো এক মহাফেজখানায় - যাতে ভবিষ্যৎ প্রজন্ম সে লেখার স্বাদ গন্ধ নিতে পারে।
এখনও সময় আছে। কালের গর্ভে চিরতরে হারিয়ে যাবার আগে বহু লেখা বাঁচাতে হবে। সংরক্ষণ করতে হবে। বিদেশে সেই কর্মযজ্ঞ বহুদিন আগেই শুরু হয়ে গেছে। এদেশে সেই কাজ ধীরগতিতে হলেও চলছে।
এই ভাবনা থেকেই 'ডটপেন ডট ইন'-এর এই ক্ষুদ্র প্রয়াস। নবীন ও প্রবীণ লেখকদের ডিজিটাল পরিসরে একটু জায়গা করে দেওয়া আগামীর জন্য।
মেধা ও শিল্পের মিশেলে 'ডটপেন ডট ইন' তৈরি করেছে একটি আধুনিক প্রযুক্তিতে তৈরি ওয়েবসাইট। এই নোয়ার নৌকায় লেখক ও শিল্পীদের স্বাগত...