আমাদের কথা

'ডটপেন ডট ইন' প্রথম বর্ষ, পঞ্চম সংখ্যা প্রকাশ পেল এক অনিশ্চিত সময়ে। সম্পাদকীয় লিখতে বসে খানিকটা বিভ্রান্ত আমরা। এ কোন সকাল দেখছি যা কিনা রাতের চেয়েও কখনও কখনও বেশি রকমের অন্ধকার বলে মনে হয়। চতুর্দিকে যা কিছু ঘটছে, ঘটে চলেছে তার অভিঘাতে ভারাক্রান্ত হচ্ছি কেবল। প্রথমে আসা যাক আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের কথায় – সেখানকার ছাত্র আন্দোলন, তাকে প্রতিরোধের নামে নারকীয় গণহত্যা, শেষ অবধি রাজনৈতিক পালাবদল; সব কিছুর মধ্যে উঠে আসে যে অস্থিরতা তা সে' দেশের মানুষকে তো বটেই বিপন্ন করে আমাদেরকেও। ছাত্র আন্দোলনে আদর্শ সুপ্রতিষ্ঠিত হোক, সূচনা হোক নতুন দিনের, নতুন স্বপ্নের। কিন্তু সেই আবহে যদি সে' দেশের জাতীয় নায়কের মুর্তিকে গুঁড়িয়ে দেওয়া হয়, উপড়ে ফেলা হয় বিশ্বকবির মূর্তিকে তা বড় বেদনার। আন্দোলনের নামে সেখানে যদি চলে সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার, তাও সকলের কাছে গভীর উদ্বেগের।

আমাদের নিজ রাজ্য এই বঙ্গ-ভূমিতেও যা সব ঘটে চলেছে তাও কি শঙ্কিত করে না রাজ্যবাসীকে? সম্প্রতি আর. জি. কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নারকীয় হত্যার মতো ঘৃণ্য কাজ কি আমাদের জন-জীবনে তৈরি করে না এক তীব্র নিরাপত্তাহীনতা? যে চিকিৎসক প্রতিদিন বহু রোগীর জীবন সুরক্ষিত করছেন তাঁর নিজের জীবনই কত অরক্ষিত, অনিশ্চিত তা ভেবে শিহরিত হই।

তবু ভরসার কথা... এই বিপন্নতা, অনিশ্চয়তাই হয়তো বিবেকবান মানুষের মনে প্রোথিত করে এক দৃঢ় সংকল্প। সেই সংকল্প, শুভবোধ ছড়িয়ে যাক দিকে দিকে। যা আমরা দেখি অগনিত মানুষের পথচলায়, মিছিলে, প্রতিবাদে।

এই আবহই হয়ে উঠুক 'ডটপেন ডট ইন'-এর পরবর্তী সংখ্যা প্রকাশের প্রেরণা...


১৫ আগস্ট, ২০২৪