আমাদের কথা

উৎসবের মরসুমে ডটপেন.ইন-এর শারদ সংখ্যা প্রকাশিত হলো। সংখ্যার বিচারে প্রথম বর্ষ, ষষ্ঠ সংখ্যা। কিন্তু প্রশ্ন হলো– এই উৎসবের সময়ে সবাই-ই কি উৎসবের আনন্দকে গায়ে মেখে নিতে পারলাম? বন্যা কবলিত এলাকায় অনেক মানুষই এখন গৃহ-হীন। অনেক মানুষ চাকরির দাবিতে খোলা আকাশের নিচে প্রতিবাদে মুখর। রাজ্যের সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররাও এই উৎসবের কালেই সুবিচারের আশায় অনশনে সামিল। তিলোত্তমাদের বাড়িতেও তো কবেই নেমে এসেছে বিজয়ার বিষণ্ণতা। তাই উৎসব উৎসবের জায়গাতেই থাকুক। কিন্তু বিবেকবান মানুষের মধ্যে এই অঙ্গীকারটুকুও থাকা দরকার যে– আমরাও উৎসবে যোগ দেবো, কিন্তু তাঁদের প্রতিও আমাদের সহমর্মীতা থাকবে যাঁদের মনে সেই উৎসবের সুরটি বাজলো না। তাঁদের বেদনার ভারটি যদি আমরাও কিছুটা বই তাহলেই উৎসবের যথার্থতা বজায় থাকে। ভাল থাকবেন সবাই। সবাইকে শারদ-শুভেচ্ছা।


৯ অক্টোবর, ২০২৪