আমাদের কথা

পাঠক ও শুভানুধ্যায়ীদের একরাশ শুভেচ্ছা নিয়ে ডটপেন.ইন দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। সূচনা সংখ্যা থেকে এই এক বছরে আমরা পাঠকদের মতামত ও উপদেশকে পাথেয় করে পত্রিকাকে নিরন্তর সময়োপযোগী করতে সচেষ্ট হয়েছি। পত্রিকার প্রযুক্তিগত দিকটিও আমাদের সাধ্যমতো যতটা সম্ভব আধুনিক করার চেষ্টা করেছি। এ'কাজ করতে গিয়ে আমরা অনেক নতুন চ্যালেঞ্জেরও সম্মুখীন হয়েছি। কিন্তু সব বাধা অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি। এসবই সম্ভব হয়েছে লেখক-পাঠকদের ক্রমাগত উৎসাহদানের মধ্য দিয়ে। এই একবছরে আমরা প্রায় পঁচিশ হাজার পাঠকের কাছে পৌঁছতে পেরেছি। অন্তত সংখ্যাতত্ব তাই বলছে। স্বাভাবিকভাবেই আমাদের দায়িত্বও বেড়েছে। অবশেষে আমাদের দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যা প্রকাশিত হচ্ছে।

বাঙালির কাছে ডিসেম্বর মানেই শীত, ভোরের কুয়াশা, শীতের পোশাক, লেপ-কম্বল, নলেন গুড়, মেলা, সার্কাস, চিড়িয়াখানা, ভ্রমণ, বড়দিন (সাথে ফাউ হিসেবে নতুন বছর উদ্যাপন) মিলিয়ে একটা বেশ জমজমাট ব্যাপার। বাঙালি এ'সময় একটা 'ভরসা ফুর্তি' উৎসবের মধ্যে প্রবেশ করে। মানুষের মনে একটা অলস ভাব কাজ করে। বইবাজারে সম্প্রতি একটা সমীক্ষায় দেখা গেছে যে এই সময় মানুষের মধ্যে বই কেনা ও পড়ার ঝোঁক বৃদ্ধি পায়। মানুষ এ'সময় উৎসবের মরসুম শেষের মেজাজে থাকে।

ওপরে উল্লিখিত শীতকালের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অবশ্য অনেকগুলোই এখন আর ঠিক ডিসেম্বর মাসে দেখা যায় না। বিশেষ করে মূল যে দুটো - শীত আর ভোরের কুয়াশা। বিশ্ব উষ্ণায়ন ও ভয়ঙ্কর বায়ু দূষণের ফলে সেটিও অনেককিছুর মতো আমাদের জীবন থেকে পিছিয়ে পিছিয়ে ক্রমশ বিলুপ্তির দিকে চলেছে। ফলে এখন শীতকাল অনেক নস্টালজিয়া হারানোর সময়। অবশ্য বাঙালির মনে এখনও কিন্তু শৈত্য-আবাহনের প্রস্তুতির কোনো খামতি থাকে না।

এত খুশির মাঝে বাঙালি কি তাহলে ভালো আছে? কেউ কেউ থাকলেও অনেকেই মানসিকভাবে নেই। আমাদের প্রাত্যহিক জীবনে ঘটনার তো অভাব নেই - সম্প্রতি বাংলাদেশে মৌলবাদীদের উগ্র আস্ফালন, আমাদের দেশের মৌলবাদীদের নাড়া দিয়েছে, যা অত্যন্ত আশঙ্কার। আমাদের রাজ্যে সংবাদপত্র খুন-জখম-ধর্ষণ-দুর্নীতির খবরে ছয়লাপ। কেউ হলপ করে বলতে পারবে না এযাবৎকালে সকালে সংবাদপত্র খুলে প্রথম পাতায় কোনো মন ভালো করা খবর দেখেছে! ওদিকে বিচারালয়ের টালবাহানায় আরজিকর ইস্যুও মানুষের মন থেকে ফিকে হয়ে আসছে। যা হওয়া কাম্য ছিল না। এখনও মানুষের দাবি কিন্তু এক - তিলোত্তমার প্রতি হওয়া নৃশংস ধর্ষণ ও হত্যার সঠিক বিচার চাই। প্রকৃত দোষীরা যেন শাস্তি পায়।

জগৎ জুড়ে এত মনখারাপের মাঝেও কবিরা কবিতা লেখেন, লেখকরা লেখেন গল্প-উপন্যাস, প্রবন্ধ... শুধুমাত্র মানুষের মন কিছুটা হলেও ভালো রাখতে। ডটপেন.ইন সেরকমই কিছু লেখা নিয়ে পাঠকদের কাছে হাজির হয়েছে। আসুন কোনো এক শীতের সকালে মিঠেকড়া রোদ্দুর গায়ে মেখে আপনার মুঠোফোনে ডটপেন.ইন-এর পাতা ওল্টান। মানুষের মনে সুকোমল প্রবৃত্তিগুলো জাগিয়ে তোলার দায় যেমন কিঞ্চিৎ লেখকদের, ঠিক তেমনই দুনিয়া পাল্টানোর দায় খানিকটা হলেও আপনাদের - পাঠকদের ওপর বর্তায়।

শিতের শুভেচ্ছা জানবেন।

১৬ ডিসেম্বর, ২০২৪