কবিতা

মায়া



স্বপন দাশগুপ্ত


অনেক কথাই হারিয়ে যায়
অনেক কথা যায় না বলা
অনেক ব্যথাই গোপন থাকে
অনেক ব্যথায় পথ চলা।

চোখের জলের ভাষা অনেক
দুখে কাঁদা, সুখে কাঁদা
মনের ভাষা ক'জন বোঝে
সাতরঙে মিল বাইরে সাদা।

চারিদিকে কতই মানুষ
মনের মানুষ ক'জনা
মনের আয়না দেখে ক'জন
'আমি' 'আমি'র কারখানা!

সুখের লাগি সবাই ছোটে
সুখ যদি বা দেয় যে ধরা
সুখটা নাকি অলীক কথা!
সুখ নাকি গো কেবল কাঁদা!

সুখ বলো বা কান্না বলো
সবাই যে চায় ভালবাসা।
শিকল বাঁধে মানুষ কেবল
উড়তে পারে পাখিই খাসা।


চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।