লুকিয়ে রাখা এক অরণ্য প্রেম
হিমেল হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস,
হয়তো বলে... এত যে গান গাই...
কান পাতলেই তুই কী শুনতে পাস?
পাস তো বটেই, তাই কী ছুটে আসিস?
তাই কী তোকে বাজিয়ে নিতে চাই?
মুখ ফিরিয়ে যেই না সরে থাকি
অমনি রেগে বলিস যাচ্ছেতাই...
তোকে, ধরব বলেই সরিয়ে রাখি দূরে,
বুঝিস না ভুল, এ নয় অবহেলা।
প্রেম কী শুধু আলিঙ্গনেই বাঁচে
মিথ্যে তবে এমন দহন বেলা!
সেই বেলাকেই হৃদয় দিয়ে চেন,
সবটা দিয়ে চিনিস বিস্ফোরণ।
তুই জ্বলেছিস, কম পুড়িনি আমি...
অন্য কাউকে দিইনি তবু মন।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।