কবিতা

কেউ জানবে না



চন্দ্রা বন্দ্যোপাধ্যায়


তোমার এই আলতো স্পর্শ
আমাকে আরো বেশি কাতর করে।
আমার যে ডুব সাঁতারু মন
সর্বহারা হয়ে ভেসে যেতে চায়।
নামুক আমার সর্বাঙ্গে অবশ করা অলস,
বেহিসাবি প্রেম চুম্বন করুক আমার ওষ্ঠ।
আমি অপেক্ষায়, তুমি নিরুত্তর।
বেশ তবে থাক
তুমি মেঘ নিয়ে করো খেলা
আমি আগুন তাপে প্রেম পোড়াই!
এসো রাখি তোমায় দীর্ঘশ্বাসে
ফিরে লাগবে যা আমার গায়ে।
এসো রাখি তোমায় একাকিত্বে
কেউ জানবে না তুমি এসেছিলে!


চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।