কবিতা

অধরা



রতন হাওলাদার


আবার অপেক্ষা! সবরমতীতে ভাসল ভারত!
স্বপ্নভঙ্গ! অসংখ্য হৃদয়ে রক্তক্ষরণ খরস্রোত!
এগুলো প্রভাতী সংবাদের শিরোনাম।
আবার একটা মহা ফাইনাল হারলাম।

প্রথমে তিরানব্বুই ওভারের খেলা প্রসঙ্গে বলি।
আমাদের ছিল রোহিত বুমরা সামি কোহলি।
ওদের সাথে ওয়ার্ণার ম্যাক্সওয়েল জাম্পা স্মিথ
বুঝিনি অনামী ট্টাভিস হেড করবে হিতে বিপরীত।

যারা ধুঁকতে ধুঁকতে পৌছালো সেমি ফাইনালে
তারাই বিশ্বকাপ নিয়ে গেল হলুদ মায়াজালে।
বোলিং ব্যাটিং ফিল্ডিং সব বিভাগে দিয়ে টেক্কা
নিয়ে গেল ষষ্ঠ বারের মতো! আমরা পেলুম ফক্কা।

তবে এই বিশ্বকাপে আমরাই একমাত্র দল
ফাইনাল ছাড়া সব কটি খেলায় হয়েছি সফল।
অনেক ভালো পারফরমেন্স পেয়েছি সবার কাছে
যদিও ঠোঁট আর পেয়ালার মধ্যে একটু ফাঁক আছে।

সারা নদী বাইলাম! ঘাটে এসে ডুবল তরী!
তবুও আমি ভারতীয় বীরদের নিয়ে গর্ব করি।
মাসাধিক কাল একশো তিরিশ কোটি ছিলেম বিভোর
সব পেলাম শুধু কাপটা নিয়ে গেল কাল রাত্রির চোর।


২০/১১/২০২৩


চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।