কবিতা

অর্পণ



ডঃ ভারতী বন্দ্যোপাধ্যায়


নিজেকে ভাঙ্গার কথা বলেছিলে তুমি
আমি কি সত্যপ্রেম ভাঙতে পারি কখনো,
এবছর আমার কুটিরে প্রেমের ফলন ভালো
ঋণ নয়, অনায়াসে দান করতে পারি কিছু
ও বাউল, শুনে যাও
নদীতে আজ পূর্ণিমা জোয়ার
চাঁদনী ঘুমে থরথর মধ্যরাত,
এসো, বেহিসেবি বাতাসের খুনসুটি সামলে
নিরুপদ্রব আসন পাতি আঙ্গিনায়
নাগকেশর আর চাঁপাদের অভিষেকে
দুলে উঠুক ঝরোখার বুক,
আমরা আজ ওমর খৈয়াম আর সাকি।


চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।