কবিতা

ছেঁড়াপাতা



বিবেকানন্দ চ্যাটার্জী


আছে গাছের প্রাণ। নাই মানুষের মান। সব সে চায় খেতে।
সাজাতে বাগান। আপন খেয়ালে।

অন্যের দ্রব্যে হাত। সমাজ বিধি বলে কি তাকে?
এ কেমন সাজ। প্রশ্ন করো আপনাকে। পাবে জবাব দিনে দিনে।
লাগেনা পুঁথি কোনো। আদালতে সিঁড়ি পার।

শিরোপা ওঠে মাথায় তার। চায় সে দেখাতে পথ।
জনপদ ভাঙাচোরা। গলিঘুজি অন্ধকার।
যতই দাও আলো। হবে না কোনো পথ ভালো।
আঁধারে ঢাকা চিত্ত তার। খুশিতে ডগমগ।

আছে সম্পদ ঘরে তার। অঢেল। নাই কোনো পরিমাপ।
সম্মান নাই সমাজে তার। মুখ সে লুকায় লজ্জায়।
নাম ইহার হোক তন্ত্র পরে সে বাঁধা।
শতছিন্ন ইতিহাসের পাতা।

ইতিহাস চায় না দিতে স্থান। অন্যের জমিতে ঘর বাঁধা।
যাবে মুছে নাম তার। হবে সাদা ইতিহাসের পাতা।


চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।