বোধের আগুনের আঁচে পাখির মতো
বয়ে চলে অন্তর্লীন ভাঙা কুল বেয়ে
লক্ষ্যহীন পাতার মর্মরে সে শোক
জোড়াতালি দেওয়া এক দীর্ঘ প্রেক্ষিত
জাবর কাটার মতো রোমন্থন চলে
তীর্যক কামনা যত ঘুরে ফিরে আসে
শান্ত নির্জন সব ভোরের বাগানে
গেয়ে ওঠে সারিগান লক্ষ লক্ষ হাত
চারিদিকে বোধবুদ্ধি সংহত উত্তাপ
সবকিছু খুবলে খেয়ে অনুভবী মন
বোধের আকাশে ওড়ে পাখির মতন।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।