ফোঁটা ফোঁটা জল বৃষ্টির।
ফোঁটা ফোঁটা অশ্রু নয়নের।
রৌদ্র-জ্যোৎস্না প্রকৃতির।
থোকা থোকা ফুল বাগানের।
চুপ করে থাকা চারদিক।
বড় কোলাহলে দশদিক।
উত্তরে হাওয়া। শীতকাল।
মননদী কখন যে উত্তাল।
শোক আসে গায়ে কালো শাল।
বর্ষায় নদীতে তরি টালমাটাল।
ফোঁটা ফোঁটা জল দুঃখের।
ফোঁটা ফোঁটা অশ্রু সুখের।
অক্ষর-হরফের ভেদ নেই।
বর্ণমালার ঢেউ থাকবেই।
এইভাবে কবিতার জন্ম।
লেখাতেই কবিরা মগ্ন।
তারপর সূর্যের উদয় গো।
ভিখিরি ডেকে ওঠে মা গো।
চলমান জীবনের ছবি সব।
কখনও মড়ক কখনও উৎসব।