কবিতা

ধ্রুবতারা



স্বপন দাশগুপ্ত


আকাশেতে জেগে থাকে পৌলমী স্বাতী তারা
বাউলের আছে শুধু একখানি একতারা।
সবকিছু মুছে যায়, একরাশ ভালবাসা
বারবার ফিরে আসে ভালবাসি ভালবাসা।
মঞ্চেতে নটনটী অভিনয়ে মাতোয়ারা
ব্যাকড্রপে পড়ে থাকে জীবনের ধ্রুবতারা।
নদী যদি মজে যায় জুড়ে যায় দু’ই কুল
চাপা পড়ে যায় না তো জীবনের সব ভুল।
সেতারের তার যদি কেটে যায় কোন ক্ষণে
বাউলের একতারা বেজে যায় একমনে ।
পৌলমী স্বাতী তারা কতদূরে তবু শোনে
ধ্রুবতারা ব্যাকড্রপে পড়ে থাকে আনমনে।