কবিতা
পুনর্জন্ম
ডঃ ভারতী বন্দ্যোপাধ্যায়
তুমি বলেছ সে হচ্ছে এক ভিনদেশী রাজকন্যে
আমি বলেছি সে সব যাহোক, তুমি কি তার জন্যে
তুমি বলেছ হাওয়াই জাহাজ ময়ূরপঙ্খী নাও
আমি বলেছি ও সব ছেড়ে কবিতায় মন দাও
এমন চললে ছেড়ে যাব ঘরের মায়া মনোমধ্যে
আকাশ থেকে আলোর ধারা আমায় বলছে জন্মাতে।
