কবিতা

আজ বিষণ্ণ কেন মা?



ডঃ মুকুলকান্তি মান্না


অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে আছো
তুমি কি কিছু বলবে?
তোমার মুখটা আজ বিষণ্ণ কেন মা?
কেউ কি কিছু বলেছে?

ও তোমার ছবিটাতে ধুলো পড়েছে
দাঁড়াও একটু মুছে দিই।
তুমি চমকে উঠলে কেন?
এ কাপড়টা কিন্তু খুব পরিষ্কার
কালই নিজে ধুয়ে শুকোতে দিয়েছি।
যাঃ, তোমার কপালে একটা
চন্দনের ফোঁটা ছিল, - মুছে গেল।
ঠিক আছে আবার পরিয়ে দেব।

এখনো তোমার মুখটা বিষণ্ণ কেন মা?
বুঝেছি, বাবার সঙ্গে ঝগড়া করেছো।
বাবার ছবির দিকে তাকালাম, -
বেশ গম্ভীর মুখে উল্টোদিকে তাকিয়ে।

তোমরা যে কী করোনা?
আমি চললাম, ইন্টারভিউ আছে।
বাবা মুখ ফেরালেন, -
যা, আর দেরী করিসনা।
মায়ের হাসি মুখটা দুলে উঠলো, -
সাবধানে যাস বাবা।

কপালটা ভিজে ভিজে লাগলো কেন?
একি! একটা তাজা চন্দনের ফোঁটা!
আর তার থেকে ঠিকরে বেরোতে লাগলো
দুর্নীতির চক্রবুহে লড়াই করার স্পর্ধা,
দারিদ্রকে ধ্বংস করার আগুন,
বিশ্বজয়ের আস্ফালন।