কবিতা

বিশ্বজুড়ে অশ্বমেধ



প্রদীপ শর্মা সরকার


আরো, আরো চাই -
ব্রহ্মান্ডের নিয়ন্তা হ'তে চাই।
চাই নিঃশর্ত সমর্পন,
জোর ক'রে হ'লেও প্রেমের ঘরের ইজারা চাই।
সন্ত্রস্ত বিশ্বের আর্তনাদ শুনতে চাই -
করুণরসের রাগসঙ্গীতের মতো, অনন্তকাল।

ভয়ে বিস্ফারিত শিশুর চোখ আমাকে উল্লসিত করে,
সদ্যোজাতর মায়ের নগ্ন অমৃতভান্ড
হাপুস নিঃশ্বাসে পান ক'রতে চাই একা।

আমি প্রবল গর্জনে ফেটে পড়ি দুর্বল প্রতিপক্ষের তিল তিল ক'রে গড়ে তোলা
অভাবী সংসারে।
আমার সাম্রাজ্যে বশ্যতার অধোমুখ স্বাগত -
বিনা বাক্যের নম্রতা আদরণীয়।

আমি ধর্মের ধ্বজাধারী
অতিমানব সংহারক।
আমার অট্টহাসিতে যেন ঝঞ্ঝার ঘূর্ণি নির্মাণ হয়!
বশ্যতাহীনতার মূল্য চোকাও তৃতীয় বিশ্ব।

যদি প্রশ্ন ধেয়ে আসে -
"মানুষ কেমন আছে?"
প্রতিরক্ষার ভান্ডার উজাড় ক'রে দেবো।
পরের প্রজন্মকে অঙ্কুরেই বিনাশ ক'রেছি -
জগৎজোড়া আমার হারেমে
সব ক্রীতদাসী পোয়াতি হবে।
পরের প্রজন্মের শিরায় শুধু রাজার রক্ত বইবে।
কর্তা চিনে নাও,
ক্রিয়াকর্মের সুনামি প্রত্যক্ষ করো।