ভালবাসা কখনও তোমার কাছে ভিক্ষে চাইব না
চাইব না, তুমি অনুরক্ত হও আমার প্রতি
নোয়াব না মাথা, করব না কোনো প্রার্থনা
বলব না, বুকে টেনে নাও, যাই হোক পরিণতি।
কখনও গাঁথব না বরমালা তোমার জন্যে ভালবেসে
দেব না সম্মান প্রেমিকের, করব না আকর্ষণ
পাঠাব না কোনো প্রেমপত্র, তোমার উদ্দেশ্যে
বলব না আমায় ভালবাস, করব না কোনো আবেদন।
তারচেয়ে, তোমাকে রাখব সরিয়ে দূরে, বন্ধ রাখব রাস্তা তার
তোমার কৃত্রিম আকুতি, কুমিরের কান্না, তোমার কুটিল হাসি
অন্ধকারের বিবরে ঠেলে তুমি পাবে অবজ্ঞা আমার
আঘাতে আঘাতে চুরমার করে ঘোচাব তোমার প্রেম-বিলাসী।
তারপর তোমার অভিশাপে নিষিক্ত জীবনে হব অবিশ্বাসী
আর, শেষবার চিৎকারে বলে যাব তোমাকেই ভালবাসি, ভালবাসি।