সময় বলে তাড়া আমার
এগিয়ে যেতে হবে
জোয়ার বলে সময়ই আমায়
ভাসিয়ে নেবে জলে।
ভাটা বলে জোয়ার এলেই
মন্দা কাটে আমার
আমি তখন কল্লোলিনী
তারই সুকৌশলে।
নদী-পাড়ে দিকচক্রে
ফুটছে প্রতিচ্ছবি
অপর পাড়ে দিগন্তে নীল
উঠছে সূর্য রবি।
আকাশটা আজ পেরিয়ে
হব বৈতরণী পার -
ফুটছে আলো ফোটা ফুলে
অঙ্গনে সম্ভার।