হাঁটুতে যদি ব্যথা ব্যথা অনুভব হয়
সিঁড়ি ভাঙতে কষ্ট হবে তো নিশ্চয়
তবে বুঝতে হবে - বয়স বাড়ছে।
মাথার চুল যদি পাতলা হয় প্রতি ক্ষণে
সকালের কথা থাকছে না বিকেলে মনে
তবে বুঝতে হবে - বয়স বাড়ছে।
চোখের দ্যুতি যদি হয় কিছুটা দূর্বল
কোমরের ব্যথা যদি করে কিছুটা অচল
তবে বুঝতে হবে - বয়স বাড়ছে।
গায়ের চামড়া যদি হয়ে যায় ঢিলেঢালা
লাবণ্যযুক্ত শরীর হয়ে যায় কালা।
তবে বুঝতে হবে - বয়স বাড়ছে।
কানে যদি শুনতে থাকো কিছুটা কম
দীর্ঘ পরিশ্রমে হয়ে যাচ্ছ বেদম।
তবে বুঝতে হবে - বয়স বাড়ছে।
চলার পথে হয় কারো প্রয়োজন
লাঠির মতো হাত ধরে করে নিয়ন্ত্রণ।
তবে বুঝতে হবে - বয়স বাড়ছে।
ঘুম যদি কমে যায় সহসা অনেকটাই
খাওয়া দাওয়ায় মনে হয় কোনো রুচি নাই।
তবে বুঝতে হবে - বয়স বাড়ছে।
মন যদি সাড়া না দেয় সবুজের আহ্বানে
বুড়ো বা বুড়ি বলে ডাকে এখানে সেখানে
তবে বুঝতে হবে - বয়স বাড়ছে।