কবিতা

ভয়



প্রশান্ত দাস


নিঝুম এই রাত, ট্রেন চলে একাকী,
    কামরায় শরীরগুলি এলোমেলো
দোলে, ভোর হলে যে যার
    গন্তব্যে পাড়ি দেবে।
বিচিত্র জীবন অভিনয় করে
    সংসার রঙ্গমঞ্চে,
আসে যায় ধর্মতলা থেকে
    নিমতলার দূরত্বে চাওয়া পাওয়ার
    হিসেব কষতে কষতে।
আমার আমিত্বটুকু ফেলে আসতে
    সময় লাগে একটা যুগ
তাও আবার গেরুয়ার আড়ালে
    মুখ লুকিয়ে
এসেছি যখন, ফিরে যেতে ভয় কেন?