কবিতা

শূন্য থেকে পূর্ণ - পূর্ণ থেকে শূন্য



স্বপন দাশগুপ্ত


নিয়ম মেনেই ছুটছে সবাই সূর্য-তারা-চাঁদ
অভিকর্ষ মহাকর্ষ আঁটছে কতই ফাঁদ।
অবাক হয়ে দেখছে নয়ন সৃষ্টি সুখের পানে
বন্ধনের এই নন্দনে নৃত্যে সুরে তানে।
খেয়াল স্রোতের ঘৃর্ণিপাকে জীবন মরণ ঘোরে
দূরের থেকে কাছে আসে, কাছ থেকে যায় দূরে।
ভাসছে আবার ডুবছে স্রোতে উথাল পাথাল খেলা
ভিতরে তার রহস্যটা কী, জানিনে খোলামেলা।
চলছে খেলা একের ভিতর আর একটাকে বাঁধার
কার্যকারণ বলছে বটে, বাকিটা সবই আঁধার।
বাঁধনে সব জড়িয়ে আছে, বাঁধন যখন হারা
দিগবিদিকে ছড়িয়ে পড়ে, শূন্যে দিশাহারা।