পুরো গোল চাঁদ ফুটে আছে ওই
খোলা জানালার ফাঁকে,
তার জানা নেই কাঞ্চনলোভী
ঢেউ ছুঁতে চায় কাকে।
ঘরে বসে আমি একা ভেবে মরি,
সকলকে দিয়ে ফাঁকি
মেঘে ঢেকে যাকে লুকিয়েছিলুম
তা-ই ওরা চায় নাকি!
মেঘের ঢাকনা সরে গেছে বলে
বড় বেশি ভয় করে,
সকলে ঘুমায়, একা পাহারায়
আমি জাগি এই ঘরে।
* অপ্রকাশিত এই কবিতাটি ২০০৪ সালে (বাংলা ১৪১১ সন) লেখা।
বিশেষ কৃতজ্ঞতাঃ শ্রী কৃষ্ণরূপ চক্রবর্তী।