কবিতা

সোহাগ



কৌশিক ঘোষ


সোহাগ চাঁদের আলো
ঢেউ টলমল জল নদীতে
যখনই চলকালো,
সন্ধ্যা রাতের তারা
টুপ করে ডুব দিয়ে সে তার
স্নান করে নেয় সারা।

নদীর পাড়ের গাছে,
বুনো ফুলে ছড়ায় আলো
আনাচে কানাচে,
তটিনী হিল্লোলে
এঁকে বেঁকে পথ চলে যায়
তোমার বনাঞ্চলে?

তাই কি তুমি ডাকো,
জ্যোৎস্না ভাঙা কুটিরে কার
পথ চেয়ে রাত জাগো!
আধ খোয়া চাঁদ ভাবে,
কেমন করে অজানিতের
কাছে সে পৌঁছাবে!

পথটি কি তার জানা -
যে দুয়ারে অপেক্ষমাণ
লাজুক হাস্নুহানা?
নদী তারা চাঁদ,
মাতাল করা গন্ধে জুড়ায় -
সোহাগ অবসাদ!