কবিতা

প্রথম প্রতিশ্রুতি



রতন হাওলাদার


একটা একটা বস্ত্র করেছি বিমোচন
অঙ্গে রাখিনি এক টুকরো উত্তরীয়
সমস্ত অলঙ্কার দিয়েছি বিসর্জন
তুমি তোমার মতো করে সাজিয়ে নিও।

উর্বর ভূমিতে কর্ষিত কুরুচি ফলা
নিন্দিত করতালি ধিকৃত বৃহন্নলা।

চোখ থেকে মুছে দিয়ে কাজলরেখা
ঘর্ষনে অন্তর্হিত মুখের লিপস্টিক
অনামিকা তর্জনীর মোহিনী চারুকলা
তোমাকে সাজাবে না আর নৈসর্গিক।

রুদ্রপলাশের এনেছি শীতল রক্তরাগ
অধরে নাভিমূলে রচিব কলঙ্কদাগ।

পঞ্চইন্দ্রিয়ে ঝঙ্কিত হবে বারংবার
অভূতপূর্ব অমিয় অনুভূতি
তোমার গলিত লাভায় রাখলেম
বসন্ত সখার প্রথম প্রতিশ্রুতি।