যৌবনের সন্তোষভূমিতে ভালোবাসার অঙ্কুর বিছিয়ে দিই।
এক অভিমানী চিলেকোঠার অসংযমী বর্তমান,
সারাটা রাত অন্ধকারকে জাগিয়ে রাখে।
এমনই এক অন্ধকারে আমার অন্তর্যামী
এক গোটা জগতকে চিনে ফেলে।
আপনজনের মুখে আদরের চিহ্ন খুঁজে বেড়াই...
অতীতের শিরের কাছে, গোঁজা পুরোনো, কত ছেঁড়াখোড়া বন্ধুত্ব।
সেই সব বন্ধুত্বের খবর গ্রীষ্মের ক্ষুধার্ত শৈশব রাখে।
মায়ের কোলে রপ্ত করা অভূতপূর্ব রুপকথারা সব হিসেবকে
বিসর্জন দিতে চেয়েও পারেনি!
ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়!
'জন্মসূত্রের কলমে কালি ভরে নিয়ে
এই পৃথিবীর অন্ধকার পান করে নেব!'
এ আমার ভোরের স্বপ্ন।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।