ওইযে হোথায় দাঁড়িয়ে আছে সবুজ পাতার গাছ
ওই গাছেতেই দম্পতি এক, টুনটুনিদের বাস।
এদিক ওদিক ফুড়ুৎ ফুড়ুৎ পাখি দু'টো ওড়ে
পোকা মাকড় যা খুশি পায় ঠোঁট দিয়ে তাই ধরে।
দু'জন থেকে তিনটে হলো, নবাগতা বাছা
খুশিতে তাই কিচির মিচির ভাল বাসা খাসা।
এমন সুখ সইলো না আর, এক হুলো এসে বলে
ধূর্ত তার চোখ দু'খানি কথার ছলে বলে -
"এ পাট এবার তুলতে হবে, অন্য কোথাও যাও
অট্টালিকা হবে হেথা, টাকা কিছু নাও"।
টুনটুনি বলল তারে চোখ ছলছল স্বরে
কোথায় এখন যাবো আমরা সুখের বাসা ছেড়ে?
রক্তচক্ষু বলল হুলো, ওসব কথা ছাড়ো
তল্পিতল্পা নিয়ে এবার শীঘ্র কেটে পড়ো।
বড়লোকের বাড়ি হবে, থাকবে সুখে ওরা
জানো না কি জগৎ এখন শুধুই টাকায় মোড়া!
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।