কবিতা

শেষ শ্রাবণে



কৌশিক ঘোষ


আকাশ যদি ভাঙল শ্রাবণ ধারায় -
রুক্ষ মাটি ভিজলো অঝোর জলে,
শিমুল-শাখা ধূসর বাহু বাড়ায়,
আম্রকানন মাতাল এ' অঞ্চলে!

এই কী আমার হারিয়ে যাবার পুঁজি
ছিন্ন পথে চরণ-চিহ্ণ খুঁজি!

পায়ে পায়ে তুমুল বরিষণে
পেরিয়ে খোয়াই, গোয়ালপাড়ার বাঁকও,
শেষ শ্রাবণের দ্বিপ্রাহরিক ক্ষণে
কাঁদছে কোপাই, ভিজছে জোড়াসাঁকো।

এই কি আমার তোমায় চাওয়ার দিন,
কলস জুড়ে অমৃত প্রেম আজীবনের ঋণ।

ঝাপসা আকাশ বিষাদে মুখ ভার
বৃষ্টি ঝাপট দুয়ার খোলা ঝড়ে,
পরাণ সখা বন্ধু হে আমার -
তোমায় আমি পাব কেমন করে!

এই কি তোমার অভ্রভেদী যাওয়া
রাঙা পথের ভাঙা ধুলা উড়ায় বাদল হাওয়া!

শালের বনে, পারুল বীথিকায়
অমলতাসে ভেজা রোদের ছোঁয়া,
তোমার বাণী নীরবে গান গায়
বুকের ভেতর শ্রাবণ বৃষ্টি ধোয়া!

ওগো আমার একলা খেয়ার মাঝি -
হাজার শ্রাবণ পেরিয়ে তোমার অপেক্ষাতে আছি!

 

(২২-এ শ্রাবণ স্মরণে)

স্কেচঃ উইলিয়াম রোটেনস্টাইন

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।