কবিতা

দুটি কবিতা



অরিন্দম নাথ


কথা হয়ে থাক

ভালোবাসার একলা ঘরের আড়াল শুধুই দীর্ঘশ্বাস
হৃদয় পোড়ায় বারুদ নয়, হৃদয় পাওয়ার বদভ্যাস
আয়না মানেই কাঁচের পেছন ভরা কঠিন অস্বচ্ছতায়
স্বপ্ন হারায় চোখটি খুলে বাঁচতে চাওয়ার গভীরতায়

অন্তমিল কি সত্যি আসে ব্যর্থতায় বা সফলতায়?
ছন্দমিল কি হৃদয় ছোঁবেই সব কবিরই সব কবিতায়!
মনের আড়াল মানেই শুধু মন হারানোর সাতকাহন
একলা হওয়া মানে কেবল অন্ধ মনের অন্য কোন

বিষয়ে ভরা বিষের দাপট ভগ্নপ্রায় তাসঘরে
সম্পর্কের আড়াল মানে লুকিয়ে থাকা কাঁচঘরে
মেঘের সুতোয় উড়বে ঘুড়ি বৃষ্টি এলেই ভোকাট্টা
দেখা হবেই যেদিন হবো ভালোবাসায় আধপেটা

সেদিন শুধু সাজিয়ে রেখো শান্ত মনের একটা কোন
একলা মানুষ হয়েই দুজন করব খানিক দিনযাপন।


ছায়ারা দীর্ঘ হলে...

কে বোঝে কার অভিমান?
সুখ, টান কমে আসে...
ভালোবাসা মিলিয়ে যায় সময়ের সুরে।
মুখোমুখি একা হতে হতে হৃদয়ের বোঝা বয়
লালিত অসুখ।

জড় আর জীবনের মাঝে দুরত্ব তখন শ্বাসে
আমার পাশাপাশি ছায়া
তোমার পাশাপাশি ছায়া
আমাদের থেকে বড় হতে হতে
সূর্যাস্ত নিয়ে আসে।