'বিরহী এ হিয়া
তোমারি লাগিয়া একেলা জাগে'
কে জাগো কোথায়? কে জাগিয়া রও
কার প্রাণে আশা? কে মিলন চাও
চরচর' ছায়া, অরূপ আলোক
কার তরে বাঁচা? কিসে তবে শোক?
সকলি যে সঁপি, যাহা আছে মোর -
এ দরশে তবু, নাহি ঘুম'ঘোর
অহরহ ডাকি, পাতি শ্যামাঁচল
এসো এসো নাথ, ওহে চঞ্চল
কে কে ডাকে আর? কে কে জেগে রয়?
ফুল-মালা গাঁথে, নয়ন ঝরায়?
কে কে ডাকো আর? কে কে জেগে রও
আমি জাগি শুধু? তুমি জেগে নও?
(২২-এ শ্রাবণ স্মরণে)