কবিতা

কৃপণ



শর্মি বন্দ্যোপাধ্যায়


কাঁপে না হাত ভালবাসা ভিক্ষা দিতে
কেন নয় সাথে হেঁটে চলা চাঁদ;
অথবা অবিরাম বয়ে চলা নদী,
বাড়িয়ে দেওয়া হাতে মুষ্টিভিক্ষা!
এতো কৃপণতা -
সময় গড়ায় দিগন্তরেখায়,
এপারের ভাবনা ছড়িয়ে যায় ওপারে -
এত বড় পৃথিবীর এক কোণে
কি রেখে গেলাম জানবে না কেউ -
তবু, হাত কাঁপে না ভালোবাসা ভিক্ষা দিতে।