কুড়ি কুড়ি বছরের পরও
কালো দীঘিটার পারে
ঝুঁকে পড়া গাছেদের পাতার আড়ালে
তির তির বয়ে যাবে জল,
টিপটিপ রিমঝিম বৃষ্টির তালে
জলের ওপরে জল এঁকে যাবে
নানা ছাঁদে নিপুণ আলপনা।
শুধু থাকবে না এই মুগ্ধ দু'চোখের
আকণ্ঠ তৃষাতুর দৃষ্টি অতল।
তবু, হঠাৎ কখনো যদি দ্যাখো
মেঘের আঁচল থেকে
হাওয়ার সোহাগ মেখে
চক্রবাক পাখি এক
নির্ণিমেষ চেয়ে আছে
কালোজল দীঘিটির ধারে,
তবে সেই চোখে খুঁজে পাবে
বহু কাল আগে
যে' চোখ হারিয়ে গেছে
গহন আঁধারে।