পরিবেশ ও বিজ্ঞান

জলের রং সবুজ!



ডটপেন ডট ইন-এর বিশেষ প্রতিবেদন


একটি শিশুর হাতে রং পেনসিল দিয়ে তাকে ছবিতে আকাশ, গাছপালা আর সমুদ্রের জল-এ রং ভরতে বললে সে আকাশের রং আসমানি, গাছপালায় সবুজ আর সমুদ্রের জলে নীল রং করবে। কিন্তু অনাগত ভবিষ্যতে হয়ত সমুদ্রের জলে তারা সবুজ রং ভরবে! এমন ঘটনা ঘটতে দেখলে মোটেও অবাক হবেন না। নীল সাগর, মহাসাগর যা দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়, তারাও রং বদলে ফেলছে ধীরে ধীরে। সম্প্রতি তার নেপথ্যের কারণ জানাল‌ নাসা (NASA)।

পৃথিবীর বিশাল বিশাল সমুদ্র ও মহাসমুদ্রের কারও রং হালকা নীল তো কারও আবার গাঢ় নীল। প্রকৃতির অদ্ভুত নিয়মে আকাশ থেকে দেখা যায় জলেরা নীল। আর তাই এই নীল রঙকেই প্রকৃতিদত্ত স্বাভাবিক রং বলে মনে করি আমরা। কিন্তু কোটি কোটি বছর ধরে ঘুরে চলা পৃথিবীর নিয়মেও যেন বদল আসছে। সম্প্রতি দেখা যাচ্ছে, সমুদ্রের নীল স্বাভাবিক রং হারিয়ে যাচ্ছে। বদলে সমুদ্র, মহাসাগরগুলি সব সবুজ রঙের হয়ে উঠছে। সম্প্রতি নাসার একটি উপগ্রহ চিত্রে এমনই ছবি ধরা পড়েছে।

কেন সবুজ হচ্ছে মহাসাগরের জল - জানতে চোখ রাখতে হবে একটি গবেষণায়। এই গবেষণাটি আদতে এপ্রিল মাসে প্রকাশিত ইউরোপীয় ইউনিয়নের 'কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস' (Copernicus Climate Change Service)-এর একটি রিপোর্ট। ওই রিপোর্টে জানানো হয়েছিল ঠিক কেন সবুজ হয়ে উঠছে মহাসাগরের জল। বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, জলের মধ্যে থাকা বিভিন্ন উদ্ভিদের শরীরে ক্লোরোফিল-এর পরিমাণ বেড়ে যাচ্ছে। সমুদ্রে থাকা গাছেদের সাধারণভাবে 'ফাইটোপ্লাঙ্কটন' বলা হয়ে থাকে। এই ফাইটোপ্লাঙ্কটনের শরীরে ক্লোরোফিল বাড়ছে বলেই জলের রং ধীরে ধীরে সবুজ হচ্ছে। 

জলের মধ্যে বিভিন্ন গাছের গায়ে ক্লোরোফিল বেড়ে যাওয়ার ঘটনা মোটেই সহজ করে দেখছেন না বিজ্ঞানীরা। কেন বাড়ছে ক্লোরোফিল - এ প্রসঙ্গে বিজ্ঞানীরা জানাচ্ছেন জলের ভিতরকার উষ্ণতা বেড়ে যাচ্ছে দিন দিন। যার কারণে আদতে দায়ী জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তনের পিছনে দায়ী মনুষ্যসৃষ্ট দূষণ। এই দূষণের জেরেই উদ্ভিদগুলির মধ্যে ক্লোরোফিল বাড়ছে খাদ্য সংশ্লেষের জন্য। যার ফলে পরোক্ষভাবে জলের রং সবুজ হচ্ছে। এক বিজ্ঞানী জানাচ্ছেন, এই ঘটনা খালি চোখে দেখা বা অনুধাবন করা মুশকিল। যেহেতু আমরা সমুদ্রের খুব কাছেই থাকি। কিন্তু উপগ্রহ চিত্রে এই রঙের বদল স্পষ্ট ধরা পড়ছে।

আবার বিশ্বের সব স্থানের জলে যে একইরকম প্রভাব পড়ছে এমনও নয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, উত্তর গোলার্ধে ভূমধ্যসাগর থেকে ভারত মহাসাগর সহ বিভিন্ন সাগরের উদ্ভিদের শরীরে ৫০-১০০ শতাংশ ক্লোরোফিল বেড়ে গিয়েছে। যা এক বিপজ্জনক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। ভবিষ্যতের শিশুরা হয়তো জানবে জলের রং সবুজ!

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।