গাছগাছালির পাতা থেকে এখনও
ফোঁটায়-ফোঁটায় জল ঝরছে।
ভোরবেলায়
বারান্দা থেকে এই দৃশ্য দেখে আমি
বুঝতে পারি,
শেষরাত্তিরে বৃষ্টি হয়েছিল।
এখন আর বৃষ্টি হচ্ছে না। শুধু বাতাসে উড়ছে কিছু
জলকণা।
আকাশটাকে এখন
নীলের গামলায় চুবিয়ে তোলা
ধবধবে সাদা একটা
জাজিম বলে ভ্রম হয়।
বাগানে যে লম্বা-ঠোঁটের একরত্তি পাখিটা ঘুরছে,
সেটা যে দুর্গা-টুনটুনি,
তা আর এখন কাউকে বলে দিতে হয় না।
বাতাসে পাখসাট খেয়ে
একটা বোলতাও হঠাৎ উড়ে গেল।
বুঝতে অসুবিধে নেই যে,
পুজো আসছে।
* অপ্রকাশিত এই কবিতাটি ২০০০ সালে (বাংলা ১৪০৭ সন) লেখা।
বিশেষ কৃতজ্ঞতাঃ শ্রী কৃষ্ণরূপ চক্রবর্তী
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।