আলো নেই চারপাশে,
ভালো নেই, ভালো নেই মন
এত কালো কেন আসে
বৃথা হয়ে যায় আয়োজন!
চেয়ে আগামীর দিকে
ভুলে থাকি হাজার না পাওয়া
সময়ের কথা লিখে
কত গান হয়ে গেল গাওয়া।
এখনও আগের মতো
ভাবনার ঘর এলোমেলো
এখনও গভীর ক্ষত
কেউ যদি পারো, দীপ জ্বেলো।
হিংসার মহাভোজে
কমবেশি সবাই শামিল
কে আর সত্যি খোঁজে
কবিতায় বেঁচে থাকে মিল।
তবু এসবের মাঝে
মা আসেন বছর বছর
ঢাকের বাদ্যি বাজে
জেগে ওঠে আগমনী ভোর।
ইচ্ছেরা ডানা পায়
সুর পায় পড়ে থাকা কথা
সব পাখি যেন গায়
খান খান হয় নীরবতা।
আমাদের প্রার্থনা
মিশে যায় বুঝি সেই গানে
শরতের আলপনা
আঁকা এ' বুকের মাঝখানে।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।