এ কোন সকাল দিলে! হে আমার নিষেধপিয়াসী!
এ কোন রাতের থেকে ছিঁড়ে আনা রক্তগর্ভজল
তুলিতে মাখিয়ে এত গাঢ় রঙে আকাশ এঁকেছ!
ছিন্নভিন্ন হয়ে গেছে অপেক্ষার না-আঁকা কাজল!
সে কোন দুপুর থেকে চুরি গেছে ছায়ানীড়গুলি
এত কালো, তবু কোনো সুশীতল করস্পর্শ নেই;
দূরে নদীতীর থেকে মুছে গেছে জলেদের গান
অন্ধকার স্বরগুলি জমে জমে মারের সাগর।
গা-ধোয়া বিকেল থেকে সাবানের মৃদু গন্ধটিকে
হারিয়েছি? ঘ্রাণ জুড়ে শ্যাওলার পুরু আস্তরণ -
ক্ষয়াটে মাছের মত আঁশটে গন্ধ জমে আছে;
প্রতিটি শ্বাসের থেকে প্রাণবায়ু ক্রমে কমে আসে।
এ কোন রাতের থেকে তারাগুলি তারাদের ভিড়ে
লুকিয়েছে। দশদিক ঢেকেছে সে গাঢ় অন্ধকার
ঠিকানা না খুঁজে পেয়ে ঘুমিয়েছে ক্লান্ত মুসাফির
দুনিয়াদারির রঙে মজে গেছে তামাম দুনিয়া!