কবিতা

নষ্ট-নারীর রূপকথা



শৌভিক ঘোষ


কীই বা হতো শরীর পেলে?
আদিম কিছু কামুক ঘাম!
শান্তি পেতি'? সুখ কুড়াতি?
সিদ্ধ হতো মনস্কাম?

তার-চে' তোকে কান্না দিলাম,
কাগজ কুচির দর্জিঘর;
সেই যেখানে মন ও হৃদয়
জড়িয়ে থাকে পরস্পর।

ভালোবাসার ঘেন্না দিলাম,
জীবন খাতার শেষ পাতা!
কান পেতে শোন, এই বুকেতে,
নষ্ট-নারীর রূপকথা।

তোকে আমি বিষাদ দিলাম,
দু:খ দিলাম মন জুড়ে!
তবুও কেন বুক পাঁজরে,
আবার আসিস পথ ঘুরে!

এই যে আবার আসিস ফিরে,
বিশুষ্ক দিন বন্ধ্যাতে!
কারণ, তোকে মন দিয়েছি,
সোনাগাছির সন্ধ্যাতে।