কবিতা

শব্দ



রজত চন্দ


অশেষ অসংখ্য অক্ষরে
সুতোর মতো সরু সূক্ষ স্নায়ু
তোমার বাইরের পেশিগুলো
দৃষ্টির বাস্তব চৈত্রের দহনের বর্ণহীনকে
পেছনে রেখে তুমি এগিয়ে
আমাকে তোমার চোখের ইঙ্গিতের ভাষায়
বুঝিয়ে দিলে শরীরের চামড়া ও হাড়ের
ফারাকের ব্যর্থতা বুঝতে দাওনি।
শুধু প্রশ্ন শ্যাওলাময় গতর আজ
নশ্বর হলো কি করে!