কবিতা

উদ্বিগ্ন কবি ও কবিতা



রতন হাওলাদার


বেশ কিছুদিন ধরে গভীরভাবে লক্ষ্য করছি
যেসব কবিতা এই মিডিয়ায় লেখা হচ্ছে এবং পড়ছি
তাতে বড় উদ্বিগ্নতার ছাপ। দোদুল্যমান মানসী।
ভীষণ দুশ্চিন্তায় আছে এই প্রজন্মের কবি ও কবিতা।
পর্দার আড়ালে রহস্যের গভীরে কি আছে কেউ জানে না।

একটু খোলসা করে বলি সবটা তাহলে
আধুনিক কবিদের লেখায় প্রেমের অদ্ভুত দর্শন।
ভালোবাসার নানাবিধ পরীক্ষা নিরীক্ষা সংযোজন।
চাওয়া-পাওয়ার অভূতপূর্ব সব নীতি নিয়ন্ত্রণ।
প্রতিনিয়ত দ্বন্দ্বে ও লড়াইতে রত মানসিকতা এবং মন।

পরিষ্কার করে বোঝা যাচ্ছে না সত্যিকারের কি চাইছে।
মিলনের একটা সমৃদ্ধময় পরিসমাপ্তি! না বিরহের
গোলকধাঁধায় নিজেদের হারিয়ে যাওয়ার বাসনা?
দুটোই বড় অস্পষ্ট ধোঁয়াশা! মনে হচ্ছে দেওয়ালে পিঠ
ঠেকে গেছে প্রেম ও ভালোবাসার-অসফল সম্ভাবনা!

কবিতা অশ্লীলতায় নিয়ে যাওয়ার প্রবণতা বা ঝোঁক
অনেক কবির লেখায় হচ্ছে পরিপূর্ণভাবে পরিস্ফুট
আবার অনেকেই বিপরীত দিকে দোষারোপের আঙ্গুল তুলছেন।
তিনি বা তাহারা যেন একেবারে ধোয়া তুলসী পাতা
এক হাতে তালি বাজে না - সেটা কিন্তু বলে তত্ত্ব কথা।

একে কি কবিতার অধঃপতন বলবো? নাকি বিপ্লবী ছায়া
প্রেম কি কবিদের করে দিচ্ছে খুল্লাম খুল্লা বেহায়া?
নাকি কবিরাই তৈরি করছে কল্পনার মরীচিকা মায়া?
কোনো কবি কি আজ পর্যন্ত খুঁজে পেয়েছে? প্রেম বা
ভালবাসার কাঙ্ক্ষিত দেহবল্লরী লাবণ্যময়ী কায়া?