জংলা ডুরে শাড়ি ঝুলছে শহরতলির
তিনতলা ফ্ল্যাটের
পশ্চিমের ঝুলবারান্দা থেকে।
সূর্যদেব ডুবতে-ডুবতে সেইদিকে চোখ রেখে
ছড়াচ্ছেন রঙের বাহার।
যা-কিছু দেখবার ছিল, দেখা হল, আর
হাতে আছে সামান্য সময়।
কিছু সুখ, কিছু দুঃখ, সুখে-দুঃখে মেশানো কিছুটা
কৌতুক, সংশয়।
* অপ্রকাশিত এই কবিতাটি ২০০১ সালে (বাংলা ১৪০৮ সন) লেখা।
বিশেষ কৃতজ্ঞতাঃ শ্রী কৃষ্ণরূপ চক্রবর্তী