তোমাকে ছুঁয়ে নেওয়ার কথাই ছিল।
আমার পাপ নেই
তুমি আমার পুণ্য।
আমার পাতা হাতে রাখা তোমার বৈরাগ্য।
আমাদের সমস্ত পাপ এক শুকনো পাতায় মুড়ে রেখেছ তুমি
আর তাদের গায়ে লিখছি গভীর জেদি প্রশ্নচিহ্ন।
আমি সূর্যের আশাবাদ গায়ে জড়িয়ে
ঘুরে বেড়াচ্ছি সর্বত্র।
অথচ চোখ সর্বদা তোমার ওপর।
যদি তুমি কোনোোদিন মন বদলাও
যদি কোনোদিন মন শক্ত করে ফেরো বাড়ি
যদি কোনোদিন মন খুলে কথাদের নামিয়ে রাখো মাঝের টেবিলে
যদি বলো আর ফিরে যাওয়া নেই।
যদি সামনে সাঁকো
যদি সাঁকোতে তুমি আমি
যদি বেঁচে নিতে চাও
যদি তোমার সামনে, পেছনে, পাশে
কেবলমাত্র আমি হাঁটি
যদি বয় অমৃতধারা
জীবনের সব নীলবিষ গিলে গিলে
ফের একবার বেঁচে উঠবো।
এতো পাথর ভালবেসে বেসে
শেষে এই পাথরে যদি জাগাতে পারি প্রাণ
আমি পুনর্জন্ম মেনে নেবো।