কবিতা

ভালবাসলে



শতরূপা রায় কর


ভালবাসলে সাতখুন মাফ করতে পারি,
ভালবাসলে কান্না-শেষে আশায় বাঁধি বুক,
ভালবাসলে সাদা-কালো রঙীন হয়ে ওঠে -
চোখে ভাসে অতীত দিনের টুকরো কোনও সুখ।

সব দুঃখ হাওয়ায় ওড়ে ভালবাসলে তুমি,
ঠোঁটের উপর ঠোঁট ছুঁয়ে যায় পুরোনো অনুরাগে,
ভালবাসলে কেমন করে আজও নীরব প্রাণে
পেরিয়ে আসা কিশোর-বেলার সেই শিহরণ জাগে।

চাওয়া-পাওয়ায় এখন কী আর থাকলো কিছু দাবি?
ছড়িয়ে আছে ভালবাসা টুকরো বেহিসাবী,
কুড়িয়ে তাদের যত্নে রাখি নিজের মনের ঘরে,
রোমন্থনে দু-এক ফোঁটা স্মৃতির-কণা ঝরে।

আজকে যদি ভুলেই থাকো, সরেও থাকো দূরে;
মনে পড়বে রূপকথাদের সেই সে' অচিনপুরে...
দহন-বেলায় গহন ব্যথা নিছক অভিমানে,
কথাগুলো সুরের মালায় গাঁথা থাকবে গানে...