কবিতা

জখমনামা



নবনীতা দেবনাথ


নামে তার মন রেখেছি, চোখের পাতায় অতল মরণ
পাতাদের ঝরতে চাওয়ার আবদারে গাছ বাধ্য হলে
উলকাঁটা নরম সবুজ মাফলারে মন কেমন কেমন
লেখা হয় দু'এক খানা ভুল কবিতা মফস্বলে...

হাতে তার সর্পিলাকার আয়ুরেখা বিপথগামী
রেখে দিই উষ্ণতা ওম আঙুলছোঁয়া উড়ালপুলে
কপালের জ্বর ছুঁয়ে রোজ জ্যোৎস্না সিঁড়ি যত্নে নামি
বোতামে ফেরার চিঠি রোজ বেঁধে দিই সন্ধে হলে।

বুকে তার রোদঘড়ি আর বুকপকেটে ক্লান্তি রাখি
টিক টিক ভুল ঠিকে সে হেঁটেই চলে বেপরোয়া!
ঠোঁটে তার চিলতে হাসির খুনখারাপির আশায় থাকি
ছুঁয়ে নীল কলঙ্ক তার হই প্রতিদিন পূণ্যতোয়া।

এ'শহর স্বপ্ন পোড়ায়, হাতের মুঠোয় বিষাদ পোষে
ধ্বংসের উপত্যকায় বন্দি পাখির হিসেব রাখে
তবু সে সবুজ জমায় তার অলীকের উপন্যাসে,
আহত যুদ্ধসেনা ধূসর আমায় 'জীবন' ডাকে...