কবিতা

ম্যান্ডোলিন



শৌভিক ঘোষ


আজও সেসব রূপকথারই মতো,
মাঘের মাঝামাঝি প্রথম দেখা।
বীজগণিতের সূত্র ভুলে গিয়ে,
গোটা খাতায় তোমার ছবি আঁকা।

সেই তো প্রথম হালকা রোদের দিনে,
কেমন যেন উথাল পাথাল সুখ।
এক লহমায় থমকে গেছি দেখে,
গোলাপী রঙ নরম লাজুক মুখ।

তোমার হাসি ছড়িয়ে যেত সোনা,
আমার বুকে ছলকে ওঠে শ্বাস।
কাছে গিয়ে মুগ্ধ হয়ে দেখি,
ঠোঁটের কোণে ভ্রমর ওড়া মাস।

হাজার ভ্রমর উড়বে সে তো জানি,
যেমন জানি ফুলও যাবে ভুলে।
আজও কেমন পাগল পাগল লাগে,
ফাগুন হাওয়া আমায় এসে ছুঁলে।

শহর জুড়ে চলছে কানাঘুষো,
কে যে কাকে ভাসায় সারাদিন!
এমন একটা নাছোড়বান্দা ছেলে,
প্রেমে পেলে বাজায় ম্যান্ডোলিন।

বয় উইথ ম্যান্ডোলিন; শিল্পীঃ ডেভিড ট্যানার

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।