কবিতা

বিস্মৃতি



বাবুসোনা ঝা


ভুলে ভরা এই দুনিয়ায়
ভুল করে এমন কিছু ভুল হয়ে যায়
দিনের শেষে ক্লান্ত মুখের ফুল হয়ে যায়।
আকাশ জুড়ে উড়ছে যখন স্বার্থ-চিল
পাশের বাড়ি পরস্পরের মুখ দেখে না!
ফোনের মুখেও বোল ফোটে না!
জ্বলছে আগুন ভীষণ রকম
পুড়ছে ঘর পুড়ছে ক্ষেত
পুড়ছে শিশুর স্বপ্ন-সড়ক
জাহাজ ডুবির ভগ্ন চরায়
লুপ্তপ্রায় জেগে আছে দারুচিনি দ্বীপ!
বিস্মৃতির অতলে, এখনও তারা হাসে, গান গায়,
খোঁজ রাখে পরস্পরের,
সেইখানেতেই যেতে হবে
ব্যথার সাগর পার হয়ে।

শিল্পীঃ রজার টাকার

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।