কবিতা

মুক্তি সনদ



স্বপন দাশগুপ্ত


আমাদের মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করা হল!
যদিও সে বেঁচে আছে আমাদের মধ্যে।

আমাদের মেয়েটি যাঁর দৃপ্ত পদচারণায় ছিল হার না মানার অদম্য জেদ,
যাঁর তূণাধারে ছিল অন্যায় অবিচার বিদ্ধ করার অসংখ্য বাণ,
যাদের অব্যর্থ নিশানা ছিল কুজ্ঝটিকার আবরণ ভেদ করে
মুক্তির আকাশকে উন্মোচন করা।
চক্রব্যূহে অন্ধকারের দৈত্যরা তাকে নৃশংস ভাবে তাই হত্যা করল।
পঞ্চইন্দ্রিয়ের পঞ্চপ্রদীপ জ্বালিয়ে
তার প্রতিটি তূণ থেকে ঝরে পড়ল
এক একটি মুক্তি সনদ আর মুক্তির বার্তা।
আকাশ বাতাস ঝঙ্কৃত করে সেই মুক্তির বার্তা
ছড়িয়ে পড়ল অন্ধকার ভেদ করে দিকে দিকে।

চিত্রঃ কবিতায় ব্যবহৃত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে কাল্পনিকভাবে তৈরি।