দাবানলের ভয়াল আগুনের গ্রাসে পাসাডেনা। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি শহর হল এই পাসাডেনা। এটি লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রস্থল থেকে ১১ মাইল (১৮ কিমি) উত্তর-পূর্বে অবস্থিত।
ক্যালিফোর্নিয়ায় দাবানল নেভানোর জন্য হেলিকপ্টার থেকে ফায়ার রিটার্ড্যান্ট (fire retardant) ছড়ানো হচ্ছে। এই অগ্নি প্রতিরোধক গুঁড়োটি গোলাপি রঙের হয়। এই পদার্থটি মূলত দাবানলের আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যবহৃত হয়। নিচে পাহাড়ের গায়ে দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। (ছবি সৌজন্যঃ নিউ ইয়র্ক টাইমস)
ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় স্থানীয় অধিবাসীরা সংকটকালে নিজেরাই কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে বিধ্বংসী আগুন নেভানোর চেষ্টা করছে। (ছবি সৌজন্যঃ নিউ ইয়র্ক টাইমস)
পাসাডেনায় সাহসী এক পুলিসকর্মী স্থানীয় একজন মানুষকে আগুনের গ্রাস থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে। (ছবি সৌজন্যঃ নিউ ইয়র্ক টাইমস)
সব শেষ...। পাসাডেনায় ভয়াল আগুনের গ্রাসে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া নিজের বাড়ির সামনে অসহায় এক মানুষ। (ছবি সৌজন্যঃ নিউ ইয়র্ক টাইমস)
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের ৩০ মাইল (৪৮ কিমি) দক্ষিণে আনাহেইম (Anaheim)-এ অবস্থিত 'ডিজনিল্যান্ড' থিম পার্কের আকাশ দাবানলের রক্তিম আভায় উদ্ভাসিত হয়ে উঠেছে।