কবিতা

অনুপস্থিত



কৌশিক ঘোষ


বহুদিন কোনও কবিতা লিখিনি,
আসলে বহুদিন দেখা নেই তোমার,
কোথায় লুকালে তুমি কোন কন্দরে?
বিস্মৃত সমুদ্র তলায় -
যেখানে অভ্র ঝরে পড়ে?
নিশ্চিন্ত আরামে কাটাচ্ছ দিন
ঝিনুকের পালঙ্কে শুয়ে
প্রবাল-বাতির নিচে!
তোমার চারপাশে কত কি যে
ছোট-বড় মাছেদের ঝাঁক,
রঙিন পাখনা নেড়ে ফাইফরমাস খাটে
আমি যদি ঝাঁপও মারি দেখি সে তল্লাটে
সমুদ্র উধাও, অগস্তের বেশে
কেউ যেন শুষে নেয় এক লহমায়,
মুখের সামনে শুধু হাঙরের সারি
প্রাসাদ প্রহরী!
আমার কবিতাগুলো উৎসমুখ থেকে
ঝরে প'ড়ে সমুদ্রে মেশে না আর,
বহুদিন কোনও কবিতা লিখিনি তাই
আসলে বহুদিন দেখা নেই তোমার।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।

লেখক: বিশিষ্ট কবি ও নাট্যনির্দেশক।