একটি নীলকণ্ঠ পাখির জন্য সেবার আমরা
বহুদূর গিয়েছিলাম,
বনভূমি পার হয়ে দিগ্দিগন্ত
পাহাড় মরুভূমি পদ্ম ফোটা সরোবর
কেননা বিজয়া দশমীর দিন
পাখিকে উড়িয়ে দেব দিগন্তের দিকে
সে যাবে শুভ সংবাদ নিয়ে
আমাদের শুভ সংবাদ মিছিলে মিছিলে ছড়ানো
আমাদের শুভ সংবাদ লেখা আছে শিলালিপিতে।
বন জ্যোৎস্নায়,
সমস্ত পতিত খবরগুলি সে নিয়ে যাক অনন্তের দিকে
তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমি কি ভালো আছি,
আমি কোনো উত্তর দিতে পারিনি
কেননা শেষ প্রান্তরে গিয়ে দেখেছি কয়েকটি নীলকণ্ঠ পাখির পালক।
অঙ্কনশিল্পীঃ মনীষ দেব
লেখক: একটি বেসরকারি সংস্থায় অনুবাদক। এই সময়ের বিশিষ্ট কবি।