নিজস্ব নিয়মে তুমি ভুলে যাও মেধাবী অতীত।
গাছের ছায়ার পাশে অন্ধকার হাতড়ায় আলো;
নিজেকে চেনার ভুলে বাজে ভুল আবহসংগীত;
তোমার কথার শেষে নীরবতা থমকে দাঁড়ালো।
নিজের ঠিকানা তুমি ভুলে যেতে রাজী হয়ে গেলে
আমিও বিস্মিত হই; এই পথ ভুলে যেতে হবে?
মুঠোভরা স্তব্ধতার পাশাপাশি কার চিতা জ্বেলে
শোক পালনের ভার নিতে তুমি মেতেছ বাস্তবে?
এসব প্রলাপ ছাড়া আর কিছু নয় তুমি জানো;
আমি জানি সত্য সব, শুধু রাত মুদ্রাদোষে জেগে
নিজেদের মৃত্যু নিয়ে এই আলো, বাতাস জাগানো;
ভোরবেলা পথ একা হেঁটে যায় নিজস্ব আবেগে।
নিজের কিছুই নেই, তবু কত হিসাব মেলাবে?
নিজস্ব নিয়মে তুমি মেধাবী অতীত ভুলে যাবে।
পরিচিতি: বিশিষ্ট কবি। তবে তাঁর ছোটগল্প, উপন্যাস, মুক্তগদ্য, উত্তর সম্পাদকীয় সমস্ত লেখাই বাণিজ্যিক বড় কাগজে প্রকাশ পেয়েছে। মুদ্রণ ও প্রকাশনা ব্যবসার সাথে যুক্ত।