আমাকে রেলিং ধরে দাঁড়াতে হয়।
দৃষ্টি ভেদ করা আলোর রশ্মি বরাবর হাঁটি
আবার ফিরি, দূরে যাই কাছে আসি।
ফেলে যাওয়া পালক হাতের মুঠোয় ধরে
ভেবে নিই একটি পোষা পাখি।
দূরের সীমান্ত রেখায় মাস্তুল দেখে
নিজেকে দক্ষ নাবিক ভেবে ধাক্কা লাগে পাড়ে।
একটা বিড়াল ঘাস খেয়ে লেজ গুটিয়ে শুয়ে পড়ে
আত্মরক্ষায় সীমানা বরাবর।
ওর থাবার মতো নিঃশব্দে দূরে কিছু কাঁচ ভেঙে পড়ছে।
আবার রক্তাক্ত হবে কোনো জনপদ।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
লেখিকা: শিক্ষক, কবি (ঢাকা, বাংলাদেশ)। প্রকাশিত কাব্যগ্রন্থ - 'ভালোবাসার খোঁজে' এবং 'কুয়াশা সময়ের খুরধ্বনি'।